:


      যিনি বলিতে পারেন যে ,_" হে মানবগন!আমি তোমাদিগের অসত্য হইতে সৎপথের নেতা ।আমি তোমাদিগের অন্ধকার হইতে  জোতি: স্বরুপের প্রাপক এবং  আমি তোমাদের জীবন, তোমরা আমাকে আশ্রয় কর।"এত বড় উচ্চতম ভাষা যিনি ব্যবহার করিতে পারেন। তাহলে তিনি কেমন?